Friday , 6 December 2019
ঢাকা- অবশেষে এক শ্বাসরুদ্ধকর ম্যাচ হেরেই দেল টাইগাররা কাঁদলো বাংলাদেশ। ৩২৭ রানের টার্গেট। শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ৬ বলে ৩ রান দরকার। পেসার আল আমিন পর পর দুই বল ডট দিলেন। ৪ বলে ৩ রান! আর ৩ বলে ২। রান হয়ে গেলেন ফাওয়াদ ৭৪ রানে। শেষ দুই বলে ২ রান। আবার যেন সেই ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল সামনে উপস্থিত। ৫ম বলে চার মেরে জয় নিশ্চিত করলেন ওমর আকমল। শেষ অবদি পাকিস্তানই জয়ী। বাংলাদেশ ৫০ ওভারে ৩২৬/৩ আর পাকিস্তান ৪৯.৫ ওভারে ৩২৭/৭। ৩ উইকেটে জয়ী।
টস হেরে ৩২৭ রানের টার্গেট পাক শিবিরের। সম্ভব হলেও কঠিন কাজ! বাংলাদেশ যেখানে করেছে ১০ ওভারে বিনা উইকেটে ৩৯ রান সেখানে পাকিস্তান ওপেনিং জুটি শেজাদ-হাফিজ জুটি করে ১০ ওভারে ৫২ রান। ২৩৪ বলে ২৭২ রান প্রয়োজন হয়। এই জুটি ১৯ ওভারে ৮৯ রান জমা করে। হাফিজ ২০তম ফিফটি পূর্ন করেও ফেলেন।
বিপদ টের পাচ্ছে বাংলাদেশ। ঠিক তখনই স্পিনারের ভূমিকায় মমিনুল ৫২রান কার হাফিজকে দলের ১০২ রানে সাঁজ ঘরে ফেরত পাঠালেন। আর মাত্র ৫ রানের ব্যবধানে দলের ১০২ রানে সাকিব জাদুতে বোল্ড হলেন অধিনায়ক মিজবা ব্যাক্তিতগত ৪ রানের। কিছুটা যখন ম্যাচ নিজের হাতের মুঠোয় আসার পথে তখন আবারও মমিনুল। ২ রান করা মিডল অর্ডারে নামা শোয়েব মাকসুদকে এনামুলের গ্লাভসে বন্দি করলেন। ৩ উইকেটে সংগ্রহ ১০৫ রান। ৩০.২ ওভারে দলীয় ১৫০ রান এসে যায়।
ওপেনার আহমেদ সেজাদ ৭১ রানে আর মিডল অর্ডারে নামা ফাওয়াদ ১৯ রানে। ৩৬ ওভার শেষে দলর ১৯৪ রানে সেজাদ ৯৯ রানে। ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরিটা দেখা হয়ে গেল সেজাদের। ১২৩ বলে ১০৩ রানে সেজাদকে বোল্ড করলেন রাজ্জাক। ৪০ ওভারে ২১৮/৪। ১০ ওভারে ৬০ বলে ১০৯ রান প্রয়োজন। রেহেমান ৮ রান করে ক্যাচ দিলেন। ৪৮ বলে ৮৭ রান। কিন্তু ৬ষ্ঠ উইকেটে আফ্রিদী আর ফাওয়াদ জুটি ঝড় বইয়ে দিলেন। ২৫০ রান পূর্ন হয়ে যায় ৪২.৩ ওভারে। ৫ ছয় দিয়ে ১০ বলে ৩৫ রান করা আফ্রিদী তখন বাংলাদেশ শিবিরে আতঙ্ক। ১৮ বলেই (১৯ মিনিটে) ৩৬তম ওয়ানডে ফিফটি আদায় করেন আফ্রিদী। একই সময়ে ফাওয়াদের ৫ম ওয়ানযে ফিফটিটা হয়ে গেল। ৪৫ ওভারে ২৮১। ৩০ বলে ৪৬ রান। সাকিবের ডেলিভারি ৫২ রানে থাকা আফ্রিদীর স্ট্যাস্প ছূঁয়ে গেলেও ভেঙ্গে গেল না। ভাগ্য বলতে হবে আফ্রিদীর। এরপর আল আমিনের বলে আফ্রিদী মাথার উপর বিশাল ক্যাচ দিলেন। মুশফিক হাতে নিয়ে মাটিতে ফেলে দিলেন। শেষ মেষ আফ্রিদী সাকিবের থ্রোতে রান আউট। ৪৭ ওভারে ২৯৬/৬। ১৮ বলে ৩১ রান। ৪৮তম ওভারে রাজ্জাকের বলে ফাওয়াদ দুই ছক্কা মেরে ব্যবধান কমিয়ে দিলেন। ১২ বলে তখন প্রয়োজন ১৩ রান। ফাওয়াদ-ওমর আকমল চেস্টা করলেন। ফাওয়াদ রান আউট হলেন। কিন্তু ওমর টিকে ে কে হেসে খেলেই জয় নিয়ে মাঠ ছাড়লেন ১ বল না খেলে।
source: all time news
December 3, 2018
December 19, 2015
June 19, 2015
July 11, 2014
F | S | S | M | T | W | T |
---|---|---|---|---|---|---|
« Nov | ||||||
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |